ক্রীড়া

ব্রাজিল আর নেইমার নির্ভর নয়- কলকাতায় এসে জানালেন কাফু

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

২০০২ সালে শেষবার ফুটবল বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। আবার কি বছর কুড়ি পরে লেখা হবে সাম্বা ফুটবলে। ২০০২ সালে ব্রাজিলকে শেষবার বিশ্বকাপ জেতানো অধিনায়ক কাফু কলকাতায় এলেন। যে ভারত কবে বিশ্বকাপ খেলবে কেউ জানে না সেই দেশের মহানগর কলকাতায় ব্রাজিলকে নিয়ে জানিয়ে গেলেন, “যদি ৪ বছর আগে প্রশ্নটা করা আমি বলতাম ব্রাজিলের বিশ্বকাপ জেতার সুযোগ নেই কারণ তখন দলটা পুরো নেইমার নির্ভর ছিল। কিন্তু এই ব্রাজিল দলটা অন্য ব্রাজিল বদলে যাওয়া ব্রাজিল। নেইমারকে সঙ্গ দেওয়ার জন্য রডরিগেজ আছে। আরও অনেকে আছে। এই ব্রাজিল টিম গেম খেলে ওদের বিশ্বকাপ জয়ের সুযোগ আছে।” ফুটবল বিশ্বকাপ সাধারণভাবে জুন- জুলাইয়ে হয়। কিন্তু কাতার বিশ্বকাপ হবে নভেম্বর মাসে। কাফু জানালেন, “অনেকের সুবিধা হবে কারণ লিগ শেষ হয় জুন-জুলাই মাসে প্লেয়ারদের চোট পেলে চোট সারানোর সুযোগ থাকবে। তাই সব দিক থেকে নভেম্বর মাসে বিশ্বকাপ হওয়া ভালো দিক।”

ভারত কবে বিশ্বকাপ খেলবে! স্বাভাবিকভাবে এ দিনের কাফুর কাছে এই প্রশ্ন এলো। কাফু জানালেন, “৮ বছর নয় আমি চাই ৪ বছর পরেই ভারত বিশ্বকাপ খেলুক। ভারতকে আমি বিশ্বকাপ খেলতে দেখতে চাই।” এ দিনের অনুষ্ঠানে কাফুর সঙ্গে উপস্থিত ছিলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ রাজ্যের ক্রীড়াপ্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি আর প্রাক্তন ফুটবলার আলভিটো ডি কুনহা। কাফু ইংরেজি না জানায় আলভিটো এদিন প্রশ্ন উত্তর পর্বতে দোভাষীর কাজ করেন।