ক্রীড়া

নিরাবতা ভেঙে টুইট করলেন বিরাট

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

নিরাবতা ভাঙলেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি । তার খারাপ ফর্ম নিয়ে অনেকে অনেক মন্তব্য করছেন। কপিল দেবের মত কেউ কেউ বিরাটকে দল থেকে বাদ দেওয়ার কথাও বলেন। বিরাট এই বিষয়ে কিছু না বললেও এদিন তিনি টুইট করেন,”আমি যদি পড়ে যাই…ওহ আমার প্রিয়তম,তুমি যদি উড়ে যাও তাহলে কী হবে।’’ পোস্টটির ক্যাপশনেবিরাট কোহলি লিখেছেন‘দৃষ্টিকোণ’। কোহলির এই পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে। অনেকেই এটিকে বিরাটের খারাপ ফর্ম নিয়ে কোহলির প্রথম উত্তর বলে মনে করছেন। ২০১৯ সালের পর থেকে এখন পর্যন্ত বিরাট কোহলির ব্যাটে শতরান নেই। ইতিমধ্যেই যা নিয়ে সমালোচনা তুঙ্গে উঠেছে। বিরাট কোহলিকে নিয়ে শুরু হয়ে গিয়েছে নানান জল্পনা। কয়েকদিন আগেই বিরাট কোহলিকে নিয়ে সমালোচনায় সরব হয়েছিলেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক কপিল দেব । খারাপ ফর্ম থাকায় বহুদিন টুইট করেননি তিনি। এবার করলেন। ফর্ম কবে ফিরবে সেই আশা ভক্তদের।

আইপিএল থেকে দেশের জার্সি, বিরাট কোহলির ব্যাটে রানের খরা অব্যহত। সম্প্রতি ইংল্যান্ডেও চূডান্ত ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে দুই ইনিংস মিলিয়ে বিরাট কোহলি করতে পেরেছিলেন মাত্র ৩১ রান। প্রথম ইনিংসে বিরাট কোহলি ফিরে গিয়েছিলেন ১১ রানে। দ্বিতীয় ইনিংসে পরাক্তন ভারত অধিনায়ক ফিরে গিয়েছিলেন ২০ রানে। টি ২০ এবং একদিনের ক্রিকেটেও ব্যর্থ হয়েছেন বিরাট। দুটো টি টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে যেমন রান করতে পারেননি তিনি। তেমনই দ্বিতীয় একদিনেরর ম্যাচেও লর্ডসে ১৬ রানে সাজঘরে ফিরেছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। আর তাঁর এমন পারফরম্যান্স দেখে যে সমালোচনার সুর আরও চড়া হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। কয়েকদিন আগে কপিল দেবও বিরাট কোহলিকে ভারতীয় টি টোয়েন্টি দল থেকে বসানোর কথা বলেছিলেন। যা নিয়ে রীতিমত হৈচৈ পড়ে গিয়েছিল। এই মুহূর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলছে ভারত। রবিবার শেষ ম্যাচে নামবে দুই দল। শেষ ম্যাচে ভারত জিতলে সিরিজ পকেটে পুরতে পারবেন রোহিত শর্মারা। এরপরই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামবে ভারত। প্রথমে একদিনের সিরিজ এরপরই পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে নামবে টিম ইন্ডিয়া। কিন্তু এই সফরে বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে।