পাচারের আগেই বিপুল পরিমাণ সোনা উদ্ধার বিএসএফের

এনএফবি, বালুরঘাটঃ

গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত্রে হিলি-বালুরঘাট রাজ্য সড়কে এক সোনা পাচারকারীকে আটক করল বিএসএফ। ধৃতের নাম বিমান মন্ডল। তার থেকে প্রায় ৬৭ লক্ষ টাকা মুল্যের ১০টি সোনার বিস্কুট উদ্ধার করেছে বিএসএফ।

হিলি ১৩৭ নম্বর বিএসএফ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা ৭টা নাগাদ গোপন সূত্রে খবর আসে যে হিলি থেকে এক ব্যাক্তি মোটর সাইকেল করে বালুরঘাটে সোনা পাচার করছে। খবর পেয়েই বিএসএফের জওয়ানরা হিলি বালুরঘাট রাজ্য সড়কে কড়া নজরদারি চালানো শুরু করে। বেশ কিছুক্ষন পর বিএসএফ জওয়ানরা সন্দেহ জনকভাবে এক মোটরসাইকেল আরোহীকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদে সে সঠিক উত্তর দিতে না পারায় তখন তাকে বিএসএফ জওয়ানরা সার্চ করতে শুরু করলে ওই ব্যাক্তির কোমরে লুকোন অবস্থায় ১০টি সোনার বিস্কুট উদ্ধার করতে সক্ষম হয়। তাকে আটক করে বিএসএফ ক্যাম্পে নিয়ে এলে জানা যায় ধৃত ব্যাক্তির নাম বিমান মন্ডল, তার বাড়ি হিলি থানার বনেরা গ্রামে। বিএসএফ সূত্রে আরও জানা গেছে, হিলির আপতোর এলাকার মিলন নামের এক বাসিন্দার কাছ থেকে এই সোনার বিস্কুটগুলি নিয়ে সে বালুরঘাটের বাসিন্দা জৈনিক পার্থরঞ্জন সাহার কাছে পৌঁছে দিতে যাচ্ছিল। জিজ্ঞাসাবাদের সময় সে আরও স্বীকার করে যে সে পূর্বেও এই পাচারের কাজে লিপ্ত ছিল। আজ বিএসএফের তরফে ধৃত বিমান মন্ডলকে বালুরঘাটের কাস্টমস অফিসের হাতে সমপর্ন করা হয়। এছাড়া বিগত মাসের ২৭ তারিখ থেকে চলতি মাসের ৩ তারিখ পর্যন্ত বিএসএফ সীমান্তে পাচারের আগে প্রায় ৭৩ লক্ষ টাকা মূল্যের পাচার সামগ্রী আটক করতে সক্ষম হয়েছে বলে ১৩৭ নম্বর বিএসএফ সূত্রে জানানো হয়েছে।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।