ক্রীড়া

এজব্যাস্টন টেস্টে বুমরার বিশ্বরেকর্ড

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

এজব্যাস্টনে বিশ্বরেকর্ড! ইনিংসের ৮৪ তম ওভার বল করতে এসে স্টুয়ার্ট ব্রড খরচ করলেন ৩৫ রান। এর মধ্যে পাঁচ বার এসেছে ওয়াইড ও এক রান এসেছে নো বল থেকে। বাকি ২৯ রান করেছেন এই টেস্টে টিম ইন্ডিয়ার অধিনায়ক জসপ্রীত বুমরা। এর আগে টেস্টে এক ওভারে সর্বাধিক (২৮ রান) তোলার নজির ছিল ব্রায়ান লারা ও জর্জ বেইলির দখলে। বুমরার ঝোড়ো ব্যাটিংয়ের (১৬ বলে ৩১ অপরাজিত) জেরে ৪১৬ রানে শেষ হল টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস। এর আগে শতরান করেন রবীন্দ্র জাদেজা। এই নিয়ে তৃতীয়বার টেস্ট কেরিয়ারে তিন অঙ্কে পৌঁছলেন স্যার জাদেজা। যদিও ৯২ রানের মাথায় স্লিপে সহজ ক্যাচ দিয়ে বেঁচে গিয়েছেন তিনি। শেষমেশ ১০৪ রান করে আউট হয়েছেন জাদেজা। ৬০ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।