পুলিশি হস্তক্ষেপে আন্দোলনকারীদের সরিয়ে দিঘায় শুরু বাস চলাচল

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

পরিবহণ মন্ত্রীর আশ্বাসের পরও পূর্ব মেদিনীপুর জেলার দিঘা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের বাস ডিপোয় আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের আইএনটিটিইউসির সমর্থকরা।
মঙ্গলবার দুপুর পর্যন্ত সংস্থার দিঘা ডিপো থেকে কোন বাস চলাচল করছিল না। অবশেষে পুলিশের চেষ্টায় আন্দোলনকারীদের সরিয়ে শুরু হলো বাস চলাচল।

নিজস্ব চিত্র

প্রসঙ্গত গত ১৮ সেপ্টেম্বর থেকে এই সরকারি পরিবহণ সংস্থার অস্থায়ী শ্রমিকদের আন্দোলনের জেরে দিঘা ডিপো থেকে সমস্ত রুটে বাস চলাচল বন্ধ ছিল। আন্দোলন কারী অস্থায়ী শ্রমিকদের দাবি ২৬ দিন কাজ ও সবেতন ছুটির বিষয়ে পরিবহণ দপ্তর থেকে লিখিত নির্দেশ না পাওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। পরিবহণ দপ্তরের লিখিত নির্দেশ পেলেই তাঁরা কাজে যোগ দেবেন বলে জানিয়ে ছিলেন।

নিজস্ব চিত্র

এই নিয়ে মঙ্গলবার আন্দোলনকারীদের নিয়ে আলোচনায় বসে পুলিশ। কিন্তু তাতেও সমাধান সূত্র না মেলায়, পুলিশ গিয়ে আন্দোলন কারীদের অবস্থান ছত্রভঙ্গ করে দেয়। তারপর শুরু হয় বাস চলাচল। পুলিশ অবস্থান মঞ্চ সরিয়ে দেয় ডিপো থেকে এবং ৪জন শ্রমিককে গ্রেফতার করেছে । যদিও এই ঘটনায় যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে অস্থায়ী বাস কর্মীদের মধ্যে ৷ তাদের অভিযোগ পরিবহণ মন্ত্রী তাদের যে দাবিদাওয়া সেগুলো সব মানছেন না, তাই আমাদের আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিই, কিন্তু পুলিশ এসে আন্দোলন কারীদের সরিয়ে দেয়।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।