গঙ্গারামপুরে ক্রেতা সুরক্ষা মেলার উদ্বোধন
এনএফবি, বালুরঘাটঃ
কলকাতার বাইরে এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে ক্রেতা সুরক্ষা মেলা। পাশাপাশি মেলা উপলক্ষ্যে থাকবে সচেতনতা শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মেলা উপলক্ষে এক ঝাঁক নেতা মন্ত্রীদের উপস্থিতিতে চাঁদেরহাট বসে গঙ্গারামপুরে।
রবিবার ৫ মার্চ থেকে ৭ মার্চ অবধি এই মেলা চলবে। গঙ্গারামপুর স্টেডিয়ামে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বিপ্লব মিত্র, গোলাম রাব্বানী , উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওমপ্রকাশ মিত্র, দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজনকৃষ্ণ, পুলিশ সুপার রাহুল দে-সহ বিশিষ্ট জনেরা। এ দিনের অনুষ্ঠানে চোখে পড়ার মত উৎসাহ লক্ষ্য করা গেছে।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।