ইডেনে রঞ্জি ফাইনালে বড় পদক্ষেপ সিএবির
এনএফবি, স্পোর্টস ডেস্কঃ
রঞ্জি ট্রফির ফাইনালে পৌছে গিয়েছে বাংলা। সেমি ফাইনালে গতবার যাদের বিরুদ্ধে হার হজম করতে হয়েছিল। সেই মধ্যপ্রদেশ-কেই এবার চুর্ণ করে প্রতিযোগিতার ফাইনালে উঠেছে মনোজ তিওয়ারির নেতৃত্বাধীন দলটি। রঞ্জি ট্রফির ফাইনাল অনুষ্ঠিত হবে ইডেন গার্ডেন্সে। আগামী ১৬ ফেব্রুয়ারি হবে এই ম্যাচ। তবে তার আগেই সমর্থকদের বিরাট সুখবর দিল সিএবি।
দীর্ঘ ৩৩ বছর পর ঘরের মাঠে রঞ্জি ট্রফি জয়ের সুযোগ এসেছে বাংলার। এর আগে ১৯৮৯-৯০ সালে ঘরের মাঠে বাংলা রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল। সেই কারণে স্বাভাবিক ভাবেই উত্তেজনা তুঙ্গে সমর্থকদের। আর এই উত্তেজনা পথে অর্থকে বাধা হিসেবে রাখতে চায় না বাংলার ক্রিকেট বোর্ড। সেই কারণে ইডেনে বেশ কয়েকটি ব্লক খুলে দেওয়া হবে সমর্থকদের জন্য। অর্থাৎ কোনও রকম টিকিট ছাড়াই রঞ্জি ট্রফির ফাইনাল দেখার স্বাদ পেতে পারবেন সমর্থকরা।
রঞ্জি ফাইনালে বাংলার বিপক্ষ সৌরাষ্ট্র। তিন বছর আগেও ফাইনালে তারা সৌরাষ্ট্রের মুখোমুখি হয়েছিল। তবে সে বার সৌরাষ্ট্রের ঘরের মাঠে ট্রফি হাতছাড়া হয়েছিল বাংলার। ইডেনে ঘরের মাঠে বাংলার পাল্লা নিঃসন্দেহে ভারী থাকবে। একই সঙ্গে মধ্যপ্রদেশের পর এ বার সৌরাষ্ট্রের বিরুদ্ধেও বদলার নেওয়ার সুযোগ থাকছে বাংলার সামনে। অবাধ দর্শক প্রবেশের ব্যবস্থা রাখছে সিএবি। কোনও টিকিট ছাড়াই ইডেনের বি, সি, কে এবং এল ব্লকে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা। সোমবার কলকাতা পুলিশের সঙ্গে কথা বলে সরকারি অনুমতি এবং নিরাপত্তা রক্ষার বিষয়ে বিশেষ ব্যবস্থা নেবে সিএবি।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।