ডুরান্ড কাপে কলকাতা ডার্বি বাতিল: তিন প্রধানের একজোটে সেমি ফাইনাল ও ফাইনাল ম্যাচ পুনর্বহালের দাবি

এনএফবি, কলকাতাঃ

ডুরান্ড কাপে কলকাতা ডার্বি বাতিলের ঘটনায় ফুটবলপ্রেমীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। ১৮ অগস্ট নির্ধারিত ম্যাচের ঠিক একদিন আগে ঘোষণা করা হয়, ডার্বি বাতিল করা হচ্ছে। এই ঘোষণায় সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। শুধু ডার্বি বাতিল নয়, ডুরান্ড কাপে বাকি ম্যাচগুলোও কলকাতা থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়, যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কলকাতার তিন প্রধান ক্লাব—ইস্টবেঙ্গল, মোহনবাগান, এবং মহামেডান।

২০ অগস্ট, এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকে কলকাতা, যখন এই তিন প্রধান ক্লাব একসঙ্গে সাংবাদিক বৈঠক করে তাদের ক্ষোভ প্রকাশ করে। সাংবাদিক বৈঠকে তিন ক্লাবের পক্ষ থেকে দাবি করা হয়, ডুরান্ড কাপের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচগুলো যেন কলকাতাতেই অনুষ্ঠিত হয়। সাংবাদিক বৈঠকের পর, তিন ক্লাব মিলে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে, যেখানে বলা হয়েছে, “গত ডার্বি এখন অতীত। আমরা এখন প্রশাসনের কাছে অনুরোধ করছি ডুরান্ড কাপের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ যেনো কলকাতাতেই করা হয়।”

YouTube player

ডার্বি বাতিলের কারণ হিসেবে পুলিশের পক্ষ থেকে ভয়াবহ পরিস্থিতির কথা বলা হয়েছে। তবে, তিন ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা পুলিশ ও প্রশাসনের সঙ্গে সহযোগিতা করবে এবং শান্তিপূর্ণভাবে ম্যাচ আয়োজন নিশ্চিত করবে।

এদিকে, আরজি কর ইস্যুতে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তিন ক্লাবের পক্ষ থেকেও দ্রুত শাস্তির দাবি করা হয়েছে। চিকিৎসক, পড়ুয়া, এবং খেলোয়াড়রা “জাস্টিস ফর আরজি কর” লেখা পোস্টার নিয়ে মিছিল করছেন। তিন প্রধান ক্লাবও এই লড়াইয়ে সমর্থন জানিয়েছে এবং নির্যাতিতার পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছে। তারা এই আন্দোলনে রাজনীতির রং বাদ দিয়ে সমস্ত মানুষকে একসঙ্গে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে।

YouTube player