স্থানীয়

রাস্তা সংস্কারের দাবিতে ভোট বয়কটের ডাক

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

দীর্ঘদিন ধরে বেহাল হয়ে রয়েছে যাতায়াত করার একমাত্র রাস্তা ৷ বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখালেন এলাকার মানুষজন। পাশাপাশি ভোট বয়কটের হুঁশিয়ারিও দিলেন গ্রামের মানুষজন।ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর ব্লকের অশোকগ্রাম নেহেম্বা এলাকায়।

জানা গেছে, গঙ্গারামপুর ব্লকের অশোকগ্রাম গ্রাম পঞ্চায়েতের নেহেম্বা থেকে আশ্রম যাবার রাস্তাটির দূরুত্ব প্রায় ৫ কিলোমিটার। প্রতিদিন রাস্তা দিয়ে কয়েক হাজার মানুষজন যাতায়াত করেন ৷ এলাকায় রয়েছে বেশকয়েকটি বিদ্যালয়।দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ার কারণে বর্তমানে বেহাল দশায় পরিণত হয়েছে রাস্তাটি। ভেঙে গিয়েছে রাস্তার একাংশ,রাস্তার পিচ্ উঠে তৈরী হয়েছে ছোটবড় গর্ত।এমতাবস্থায় রাস্তাটি দিয়ে যাতায়াত করতে নিত্যদিন সমস্যায় পড়তে হয় পথচলতি মানুষজন থেকে শুরু করে যানবাহন চালকদের।

নিজস্ব চিত্র

আর ও জানা গেছে, গত কয়েকদিন আগে গম বোঝাই একটি লরি উল্টে পড়ে যায় পুকুরে। যার কারণে ক্ষতি হয় লক্ষাধিক টাকার গম । সেই কারণে বেহাল রাস্তাটি সংস্কারের দাবি তুলেছেন গ্রামের মানুষজন। রাস্তাটির সংস্কার না হলে ভোট বয়কট করবেন বলেও এদিন জানান গ্রামবাসীরা।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।