স্থানীয়

সামাজিক সম্প্রীতি গড়ার আহ্বান বুনিয়াদপুরে

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

সামাজিক সম্প্রীতি বাড়াতে, ধর্মীয় ভেদাভেদকে দূরে সরিয়ে জাগ্রত বিবেক, মানবিক সমাজ কর্মসূচি পালিত হল বুনিয়াদপুরে। রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে ইসলামিক সংগঠন জামায়াতে ইসলামী হিন্দের পক্ষ থেকে বিশেষ এই কর্মসূচি পালিত হয়। সংগঠনের উদ্যোগে আয়োজিত সেমিনারে বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে “সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই” এই -বার্তা কে সামনে রেখে বক্তব্য রাখেন বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা। সমাজের সকলের বিবেককে জাগ্রত করে তুললেই সুন্দর মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব, এমনটাই জানান উপস্থিত ব্যক্তিরা।

“এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য ক’রে যাব আমি”। কবি সুকান্ত ভট্টাচার্যের দেখানো রাস্তাকে পাথেয় করেই, আগামীর সমাজকে ধর্মীয় ভেদাভেদের ঊর্ধ্বে নিয়ে গিয়ে সুন্দর মানবিক সমাজ গড়ে তোলার শপথ নেন সেমিনারে অংশগ্রহণকারী বিভিন্ন ধর্মের মানুষজন।