এনএফবি, মুর্শিদাবাদঃ
বুধবার রাতে ইসলামপুর ভৈরব মোড় এলাকায় নাকা তল্লাশি চালানোর সময় ৪২ কেজি গাঁজা সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল ইসলামপুর থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে পাচার কাজে ব্যবহৃত একটি গাড়ি। ধৃতদের নাম জহিরুল মিয়া(৩৫) ও মোস্তফা মন্ডল(৪৪)। ধৃতদের একজনের বাড়ি কোচবিহার জেলার কোতোয়ালি থানার মোরাঙ্গাবাড়ি এলাকায়। অপরজনের বাড়ি মুর্শিদাবাদের ডোমকলে।
পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক খুরশেদ আলম সহ পুলিশ দল ইসলামপুরের ভৈরব মোড়ে নাকা তল্লাশি চালাচ্ছিল,সেই সময় কোচবিহারের দিক থেকে বহরমপুর জলঙ্গি রাজ্য সড়ক ধরে আসা একটি গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালালে সেখান থেকে উদ্ধার হয় ৪২ কেজি গাঁজা। ঘটনায় গাড়িচালকসহ এক পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে পাচার কাজে ব্যবহৃত গাড়িটি ।