শিক্ষা ও কেরিয়ার

স্কুলের খোলার দাবিতে মামলা, শুক্রবার শুনানি

এনএফবি, কলকাতাঃ

রাজ্য জুড়ে জোরদার হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি। রাজ্য সরকার স্কুল খোলার ব্যপারে চিন্তাভাবনা করছে বলে জানানোও হয়েছে। ইতিমধ্যে পাড়ায় শিক্ষালয় চালু করেছেন রাজ্যের শিক্ষা মন্ত্রী। একইসঙ্গে কলকাতা হাইকোর্টে বিচারাধীন চারটি মামলা।
বৃহস্পতিবার অন্যতম মামলাকারী এক স্কুল শিক্ষকের পক্ষ থেকে বিষয়টি প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে উল্লেখ করা হয়। শুক্রবার বিষয়টির শুনানি হবে ঘোষণা করা হয়েছে।

মামলাকারী, প্রিয়ঙ্কর ভট্টাচার্যের তরফে বলা হয়, শিক্ষার্থীদের একটা বড় অংশ অনলাইন পড়াশোনার সঙ্গে মানাতে পারছে না। তার জেরে স্কুলছুটের সংখ্যা বাড়ছে। সেইসঙ্গে অনলাইন শিক্ষার জন্য যে পরিকাঠামো দরকার তা বেশিরভাগ ক্ষেত্রেই নেই। ফলে শিক্ষা ব্যবস্থাই গুরুতর প্রশ্নের মুখে।