রাজ্য

বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক এবং সুপারকে সিবিআইয়ের নোটিশ

এনএফবি, বীরভূমঃ

অনুব্রত মণ্ডলের বাড়ি গিয়ে সাদা কাগজে ১৫ দিনের বেডরেস্টের নিদান দিয়েছিলেন বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। এই ঘটনা নিয়ে জোর আলোড়ন পড়ে যায় রাজ্য–রাজনীতিতে। কেন অনুব্রতর বাড়িতে গিয়েছিলেন তিনি ? এই প্রশ্নের উত্তর চায় সিবিআই। তাই চিকিত্‍সক চন্দ্রনাথ অধিকারী এবং হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মু দু’‌জনকেই নোটিশ পাঠাল সিবিআই।

ঠিক কী ঘটেছিল সেদিন ?‌ সিবিআই তলব করার পর অসুস্থতার কারণ কে মাধ্যম করে সিবিআইকে ফাঁকি দেওয়ার পরিকল্পনা করেছিলেন অনুব্রত মণ্ডল। তাই তাঁর বাড়িতে সরকারি হাসপাতালের চিকিত্‍সক যায়। প্রভাব খাটিয়েই তাঁকে বাড়িতে নিয়ে আসা হয় বলে অভিযোগ ওঠে। শুরু হয় জোর বিতর্ক। কার নির্দেশে অনুব্রত মণ্ডলের বাড়িতে যান বোলপুর মহকুমা হাসপাতালের চিকিত্‍সক চন্দ্রনাথ অধিকারী? এই প্রশ্নের উত্তর চায় সিবিআই। এমনকী এই বিষয়ে বোলপুর মহকুমা হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মুর বক্তব্যও জানতে চান অফিসাররা।