স্থানীয়

সিসি ক্যামেরায় দেখে মিললো চুরির হদিস

এনএফবি, জলপাইগুড়িঃ

সম্প্রতি জলপাইগুড়ি শহরে লাগাতার ঘটে চলা চুরি ছিনতাই এর মতো ঘটনায় কার্যত চাপের মধ্যে পড়ে গিয়েছিল পুলিশ প্রশাসন। তবে রবিবার চুরি হওয়া একটি স্কুটি উদ্ধার করে মালিকের হাতে তুলে দিতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলল প্রশাসন।

সিসি ক্যামেরায় রেকর্ড হওয়া ছবিতে দেখা গেছে গত শনিবার কদমতলা সংলগ্ন আইনক্স এর সামনে থেকে একটি স্কুটি অত্যন্ত চতুর কৌশলে চুরি করে নিয়ে চলে যাচ্ছে চোর। এরপরেই নড়েচড়ে বসে কোতয়ালি থানার পুলিশ। বিভিন্ন সূত্রের মারফত রবিবার খবর পেয়ে শহরের একটি রাস্তার পাশ থেকে চুরি হওয়া স্কুটিটি উদ্ধার করে কোতয়ালি থানায় নিয়ে এসে প্রকৃত মালিকের হাতে তুলে দেয় তারা। নিজের স্কুটি হাতে পেয়ে মাসুদ করিম অসংখ্য ধন্যবাদ জানান কোতয়ালি থানার পুলিশ কে।

এই ঘটনায় রবিবার জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্ত টেলিফোনে জানান, চুরি হওয়া স্কুটি উদ্ধার করেছে জলপাইগুড়ি কোতয়ালি থানার সাদা পোশাকের পুলিশ। এই মুহূর্তে সিসিটিভি ফুটেজ দেখে চোরের খোঁজ চালাচ্ছে তারা।

আরও পড়ুনঃ স্কুটি, বাইক চুরিতে ত্রস্ত জলপাইগুড়ি