এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট রেল স্টেশন পরিদর্শনে এলেন উত্তর পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অংশুল গুপ্তা। জেনারেল ম্যানেজারের সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর পূর্ব রেলওয়ে পুলিশের আইজি প্রণব কুমার, কাঠিহার ডিভিশনের ডিআরএম কর্নেল এসকে চৌধুরী সহ উত্তর পূর্ব রেলের বিভিন্ন দফতরের অন্যান্য আধিকারিকরা।
এদিন জেনারেল ম্যানেজার বালুরঘাট স্টেশনের পুঙ্খানুপুঙ্খ সবদিক পরিদর্শন করেন। এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেনারেল ম্যানেজার জানান , বালুরঘাট থেকে একলাখী অবধি পিট লাইন, সিক লাইন তৈরির উদ্দেশ্যে টেন্ডার প্রক্রিয়া দ্রুত চালু হবে । পাশাপাশি বালুরঘাট হিলি রেল প্রকল্পের জন্য অতি দ্রুত সক্রিয়ভাবে পদক্ষেপ গ্রহণ করবে রেল দফতর ৷
এ ছাড়াও এদিন পরিদর্শনের এসে আরও বেশ কিছু বিষয় তুলে ধরেন জেনারেল ম্যানেজার ।