আবাস তদন্তে রানীনগরে কেন্দ্রীয় দল
এনএফবি, মুর্শিদাবাদঃ
আবাস যোজনার তদন্তে ফের মুর্শিদাবাদে কেন্দ্রীয় তদন্ত দল। বৃহস্পতিবার রানিনগর ১নং ব্লকের হেরামপুরে যান কেন্দ্রীয় তদন্তকারী দলের প্রতিনিধিরা। এ দিন সকাল থেকেই হেরামপুরের বিভিন্ন এলাকায় তদন্ত শুরু করেছেন দুই সদস্যের এই প্রতিনিধি দল। তাঁরা হলেন কেন্দ্রীয় গ্রামন্নোয়ন দপ্তরের প্রাধনমন্ত্রী গ্রামীন আবাস যোজনা বিষয়ক দপ্তরের জয়েন্ট সেক্রেটারি অমিত শুক্লা এবং ওই দপ্তরের ডিরেক্টর দেবেন্দর কুমার।
আধিকারিকরা রানিনগর ১ ব্লকের হেরামপুর গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনপুর, ডিহিপাড়া, দুর্লভপুর এই সব গ্রামে তদন্ত করছেন। তদন্তকারী দলের সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের আধিকারিকরাও।