এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ
২৫০ বছরের বেশি পুরানো ঐতিহ্যবাহী ১৮ ফুট উচ্চতার কালীপূজা উদযাপন হয় পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বেগুন বাড়ি এলাকায়। জানা গিয়েছে ২৬ দিন ধরে চলবে এই কালীদেবীর আরাধনা।পাউবাঁকি, সরাইঘাট, বেগুনবাড়ি এই তিনটি গ্রামের যৌথ উদ্যোগে চলে আসছে পূজা ।
জানা গেছে ,দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ নিজেদের মনস্কামনা পূরণ করতে ও মানসিক করে পূজা দিতে এখানে আসেন।
গ্রামের মানুষের কাছে আজও ইতিহাস হয়ে রয়েছে এই পূজার বিশেষত্ব। চিরাচরিত নিয়মে বছর বছর এ ভাবেই পূজা হয়ে আসছে কালী মাতার। বাংলার জ্যৈষ্ঠ মাসে অমবস্যার দিন শুরু হয় এই পূজা। বহু ভক্তদের কুইন্টাল কুইন্টাল বাতাসা মনস্কামনা পূর্ণ করতে লুট হয়। কেউ পুতুল দিয়ে, কেউ বা সোনা দিয়ে বা কেউ ফলের ডালি দিয়ে পূজা দেন। তবে এই পূজাতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য টহলদারী দিতে দেখা যায় বিশাল পুলিশ বাহিনী কে ৷ কার্যত এক কথায় বলা যায় এই কালী পূজাকে ঘিরে ২৬ দিন ধরে জম জমাট বেগুন বাড়ি এলাকা। পাঁশকুড়া ব্লকের উড়িয়াগড় ও ফতেচক গ্রামের কালী পূজাও ২৫০ বছরে পদার্পণ করল। রবিবার রাতে পূজার সূচনা হয়। জানা গিয়েছে ২৬ দিন ধরে চলবে কালী দেবীর আরাধনা ও মেলা । দুটি গ্রামের যৌথ উদ্যোগে এই প্রাচীন ফলহারিনী কালী পূজা হয়ে আসছে।
এদিন ,কালী পূজার পাশাপাশি গঙ্গা পূজারও আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে রীতিমতো জমজমাট উড়িয়াগড় ও ফতেচক গ্রামের এই পূজা মন্ডপ।