মাছ চোর সন্দেহে গন্ডগোল- নিহত ১, জখম ৪

এনএফবি, মুর্শিদাবাদঃ

মাছ চোর সন্দেহে গন্ডগোলকে কেন্দ্র করে গুলি করে খুন। ঘটনায় জখম আরও চারজন। তাদের মধ্যে আশঙ্কাজনক একজন।

ঘটনাটি ঘটেছে সোমবার সকালে সাগরপাড়ার খয়রামারি চাইপাড়া এলাকায়। মৃতের নাম সুন্নত সেখ (৫৭)। জখম হয়েছেন, জাহিদুল ইসলাম, আসাহাদ সেখ, সাহিনুর সেখ এবং সোহান সেখ। তাদের সকলের বাড়ি খয়রামারি টিকটিকি পাড়া এলাকায়। ঘটনার পর ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, গত রবিবার দুপুরে খয়রামারি দিয়াড় বিলে মাছ ধরতে যায় সুন্নত সেখের ছেলে মুরসেলিম সেখ। সেখানে একটি মাছ পায় এবং বাড়ি ফিরে আসে। তখনই প্রতিবেশী আবুল সেখ, মফিক সেখ, সফিক সেখ-সহ বেশ কয়েকজন তার উপর চড়াও হয়। তাদের অভিযোগ বিলের নয়, তাদের পুকুর থেকে মাছ ধরা হয়েছে। ওই অভিযোগে হেনস্থা করতে গেলে তখন স্থানীয়রা সন্ধ্যার দিকে সালাশি সভা বসিয়ে মীমাংসা করা হয়। সোমবার সকালে নামাজ পড়ে বাড়ি ফেরার সময় পিস্তল, ধারালো অস্ত্র নিয়ে আক্রমন চালায়। এক এক করে পাঁচজন জখম হলে একজনের মৃত্যু হয়। তাদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে বাকিদের মধ্যে দু’জনকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন একজন।

ঘটনার খবর পেয়ে হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে ডোমকল থানার পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।