স্ট্রিং অপারেশনে বিস্ফোরণ পদত্যাগ চেতনের

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

স্টিং অপারেশনে বিতর্কিত মন্তব্যের জের, পদত্যাগ করলেন নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা। বোর্ড সচিব জয় শাহকে নিজের পদত্যাগ পত্র দিলেন তিনি। আপাতত ইডেনে রঞ্জি ফাইনাল দেখতে তার মধ্যেই পদত্যাগ করলেন। গত এশিয়া কাপ আর টি২০ বিশ্বকাপে দলের ব্যর্থতায় চেতনকে সরিয়ে দেওয়া হয়। তবে ফের চেতন আবেদন করে নির্বাচক প্রধান হন। স্ট্রিং অপারেশনে অধিনায়ক বিরাট কোহলি আর বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইগোর সমস্যা ছিল এমন মন্তব্য থেকে ক্রিকেটাররা ইনজেকশন নেন এমন বিস্ফোরক অভিযোগও করেন তিনি। অবশেষে করলেন পদত্যাগ।

কে বড় নেতা এই নিয়ে ইগো ছিল সৌরভ, বিরাটের মন্তব্য নির্বাচক প্রধান চেতনের

বাতিল চেতন ফের প্রধান নির্বাচক

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।