শিক্ষা ও কেরিয়ার

আচার্য পদে মুখ্যমন্ত্রী- বিধানসভায় পাশ বিল

এনএফবি, কলকাতাঃ

রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে আচার্য চেয়ে বিধানসভায় বিল পাশ হল। এই বিল চূড়ান্ত অনুমোদনের জন্য যাবে রাজ্যপালের কাছে। বিলের পক্ষে ভোট পড়েছে ১৮৩ এবং বিপক্ষে ৪০। রাজ্যপাল সই করলে বিলটি আইনে পরিণত হবে। মন্ত্রিসভা সূত্রে খবর রাজ্যপাল বিলটিতে সই না করলে অর্ডিন্যান্স জারি করা হতে পারে।
‘বিশ্বভারতীর আচার্য প্রধানমন্ত্রী হলে, রাজ্যের ক্ষেত্রে আপত্তি কিসের?’ গুজরাতের প্রসঙ্গ তুলে বিলের পক্ষে সওয়াল করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যদিও রাজ্যের বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। তাঁদের দাবি মুখ্যমন্ত্রীর মতো রাজনৈতিক ব্যক্তিকে কেন আচার্য করা হবে।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।