বাসের ধাক্কায় আহত শিশু, মৃত ১

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

বেপরোয়া গতির বলি এক ব্যক্তি। দূর্ঘটনায় আহত এক শিশুও। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ১১৬ বি জাতীয় সড়কে কৃষ্ণনগরে। জানা গেছে, হাওড়া থেকে দিঘাগামী একটি যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ফলের দোকানে চড়াও হয়। ঘটনা স্থলেই মারা যায় এক ব্যক্তি। আশঙ্কা জনক অবস্থায় আরও এক শিশু।

এই ঘটনার জেরে পথ অবরোধ করে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে স্থানীয়রা। প্রায় ঘন্টাখানেক চলছে বিক্ষোভ। ফলে আটকে পড়ে দীঘা-হাওড়া রুটের বাস। পাশাপাশি জাতীয় সড়ক অবরোধের ফলে ব্যাপক যানজট তৈরি হয়েছে একইসাথে আটকা পড়েছে বহু গাড়ি। ঘটনার খবর পেয়ে খেজুরি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।