বড়দিনে বহরমপুর শহরের চার্চ গুলিতে উৎসবের আমেজ

এনএফবি, মুর্শিদাবাদঃ

২৫ শে ডিসেম্বর ! বড়দিন। এদিন সকাল থেকে প্রভু যীশুর উদ্দেশ্যে উপাসনা শুরু হয় বহরমপুরের বিভিন্ন চার্চে। বহরমপুরের ক্যাথলিক চার্চ ও রোমান চার্চে খ্রীষ্টান ধর্মাবলম্বীরা তাদের ঈশ্বর, প্রভু যীশু খ্রীষ্টের উদ্দেশ্যে আরাধনায় রত হন। এদিন উপাসনা শেষে একে অপরের সাথে আলিঙ্গনও সারেন বহুজন। চার্চের ফাদার তার ভক্তদের প্রভুর বাণী ও কার্যকলাপ সম্বন্ধে তাদের অবগত করেন। এদিন চার্চ গুলিকে নানাবিধ ফুল ও আলো দিয়ে সুন্দর ভাবে সাজিয়ে তোলা হয়। প্রভুর আরাধনা শেষে  ভক্তদের নিয়ে কেক খাওয়া বা মুখ মিষ্টির আয়োজন করা হয়ে থাকে। চার্চের ফাদার জানান, শনিবার বড়দিন উপলক্ষ্যে দুঃস্থদের বস্ত্র বিতরণ ও রাত্রে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।