ফের মুর্শিদাবাদে সিআইডির তদন্তকারী দল
এনএফবি, মুর্শিদাবাদঃ
সুতি ব্লকের গোঠা হাইস্কুলের শিক্ষক দুর্নীতির তদন্তে পুনরায় মুর্শিদাবাদ শিক্ষা ভবনে এলেন চারসদস্যের সিআইডিটিম। মঙ্গলবার তদন্তকারীরা শিক্ষা ভবনে এসে জেলা বিদ্যালয় পরিদর্শক অমর শীলের সঙ্গে কথা বলেন।

সংবাদমাধ্যমকে অমরবাবু জানিয়েছেন, সিআইডি টিম এসেছিল এবং সুতির গোঠা হাই স্কুলের শিক্ষক দুর্নীতি নিয়োগের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এই নিয়ে শিক্ষা ভবনে সিআইডি’র তদন্তকারী দল দুই দুবার আসলো বলে জানা গিয়েছে।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।