গাড়ির হর্ন বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নবগ্রামে মৃত ১
এনএফবি, মুর্শিদাবাদঃ
গাড়ির হর্ন বাজানোকে কেন্দ্র করে নবগ্রামে এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে নবগ্রাম থানার পলসন্ডা এলাকায়। মৃত যুবকের নাম তারক ঘোষ। মৃত নবগ্রামের জারুলিয়ার বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে।
এ দিন বিকেলে ক্রিকেট খেলে বাড়ি ফেরার পথে দু’পক্ষের সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে নবগ্রামে ক্রিকেট খেলে বাড়ি ফিরছিল বেশ কয়েকজন যুবক। এরপর নবগ্রামের পলসন্ডা এলাকায় মোটর বাইকের হর্ন বাজানোকে কেন্দ্র করে অপর পক্ষের যুবকদের সঙ্গে ঝামেলা বাধে। এই ঘটনায় এক যুববককে বেধড়ক ভাবে মারধোর করা হয়। চেলা কাঠ দিয়েও মারধোর করা হয় বলে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।