ক্রীড়া

মুখ্যমন্ত্রী মুখে না বলেও স্বীকার করে নিয়েছেন যে উনি মোহনবাগান সমর্থকঃ দেবাশীষ

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

মমতা তুমি কার! রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোহনবাগান ক্লাবের না ইস্টবেঙ্গলের সেটা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেলো। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোহনবাগান তাঁবু উদ্বোধনের মঞ্চে উঠে বলেন,” আমার কাছে একটা সবুজ মেরুন পার দেওয়া শাড়ি ছিল আজ মোহনবাগান দিবস ছিল তাই এই শাড়ি পড়লাম। ইস্টবেঙ্গলে যাবো ১৭ আগস্ট কিন্তু আমার লাল হলুদ পারের শাড়ি নেই কিছু একটা ম্যানেজ করে পরতে হবে।” মমতার এই বক্তব্যর পরেই বাগান সচিব দেবাশীষ দত্ত ইস্টবেঙ্গলের উদ্দেশ্য জানালেন,” উনি তো মুখ্যমন্ত্রী। মুখে বলতে পারেন না যে উনি কোন ক্লাবের সমর্থক! কিন্তু আজ মুখে না বলেও বলে দিলেন যে মোহনবাগানের সবুজ মেরুন শাড়ি আছে লাল হলুদ রঙের নেই, অন্য ভাবে ম্যানেজ করতে হবে। আমরা আনন্দিত গর্বিত। বাকিরা মোহনবাগানকে ফলো করে এটাই আমাদের জয়।”এছাড়া মুখ্যমন্ত্রী যে মোহনবাগান ক্লাবকে ৫০ লাখ অনুদান দিয়েছে সেটা কী করা হবে পরের বৈঠকে ঠিক হবে বলেও সচিব জানান। দেবাশীষ এদিন আরও বলেন ,” আমি উনাকে মুখ্যমন্ত্রী না নিজের দিদি হিসেবে দেখি। আমাদের ক্লাবের ফ্লাড লাইট থেকে তাঁবু সংস্কার সবকিছুতেই উনি সাহায্য করেছে। যখন উনি আমাকে সময় দিয়েছিলেন তাঁবু সংস্কার করার ভয় পেয়েছিলাম। আদৌ আসবেন তো! কারণ উনি এত ব্যস্ত মানুষ। কিন্তু দিদি কথা রাখলেন। নেতাজি ইনডোরে ক্লাবের প্রোগ্রামে এসেছিলেন কিন্তু ক্লাবে আসেন নি এমন ক্রীড়া প্রেমী মুখ্যমন্ত্রী আগে দেখি নি।”

YouTube player

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।