ময়নায় সমবায় সমিতি তৃণমূলের দখলে
এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ
সমবায় সমিতি নিজেদের ক্ষমতায় রাখল তৃণমূল। রবিবার ময়না কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ৫২টি সিটে প্রতিদ্বন্দ্বিতা হয়। সেখানে ফলাফল ঘোষণা হওয়ার পর তৃণমূল ৩২টি, বাম বিজেপি জোট ২০টি আসন পায়। ময়না তিন জায়গায় সমবায় সমিতির নির্বাচন হয়। সেখানে তৃণমূলের জয় জয়কার হয়। জানা গেছে, নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই তৃণমূলের জয়োল্লাস শুরু হয়। অন্য দিকে বাম বিজেপি প্রার্থীরাও জয় লাভ করে উচ্ছ্বসিত।
