অধিনায়ক লোকেশ রাহুলের দিকেই বাড়তি নজর কোচ দ্রাবিড়ের

স্পোর্টস ডেস্ক, এনএফবিঃ

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে বিরাট জয় ভারতীয় দলের। ১৮৮ রানে বাংলাদেশকে হারিয়ে টেস্ট সিরিজে ১-০-এ এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। আগামী ২২ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে দ্বিতীয় টেস্ট। ড্র করতে পারলেই সিরিজ ভারতীয় দখলে চলে আসবে। যদিও ভারতীয় দলের লক্ষ্য ড্র নয়, দ্বিতীয় টেস্টেও বাংলদেশকে হারাতেই মরিয়া হয়েরয়েছে টিম ইন্ডিয়া। মঙ্গলবার থেকেই সেই প্রস্তুতি আরম্ভ হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার। সেখানেই লোকেশ রাহুলের দিকে বিশেষ নজর দিচ্ছেন ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়।

প্রথম ম্যাচে ভারতীয় দলের স্পিনাররা দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন। বাংলাদেশের ব্যাটারদের মাথা তুলে দাঁড়ানোর কোনওরকম সুযোগই দেয়নি তারা। ঢাকায় পৌঁছেই সবার আগে পিচ পরীক্ষা করাই প্রধান কাজ রাহুল দ্রাবিড়ের। প্রস্তুতির ফাঁকে সেই কাজই করলেন তিনি। এই পিচ দেখেই ভারতের প্রথম একাদশ গঠন করবেন তিনি। গত ম্যাচে ভারতীয় দলের ব্যাটাররাও দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন। যদিও ব্যাট হাতে প্রথম ম্যাচে রান পেতে ব্যর্থই হয়েছিলেন লোকেশ রাহুল। চোটের জন্য রোহিত শর্মা ছিটকে গিয়েছেন। প্রথম ম্যাচে নামতে পারেননি তিনি। মঙ্গলবারই দ্বিতীয় টেস্ট থেকেও রোহিত শর্মার ছিটকে যাওয়ার কথা ঘোষণা করা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। এই ম্যাচেও লোকেশ রাহুলের নেতৃত্বেই নামতে চলেছে ভারতীয় দল।

গতম্যাচে শুভমন গিল, চেতেশ্বর পূজারা, শ্রেয়স আইয়াররা রান পেলেও, লোকেশ রাহুলকে কিন্তু ব্যর্থ হয়েই সাজঘরে ফিরতে হয়েছিল। দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালভাবে করলেও শেষপর্যন্ত ২৩ রানেই থামতে হয়েছিল লোকেশ রাহুলকে।

দ্বিতীয় ম্যাচ জিততেই পারলেই ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দিকে অনেকটা এগিয়ে যাবেন। সেখানেই লোকেশ রাহুলের দিকে বিশেষ নজর দিয়েছেন ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। মঙ্গলবার থেকেই প্রস্তুতিতে নেমে পড়েছেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। সেখানেই লোকেশ রাহুলের সঙ্গে বেশিক্ষণ সময় কাটাতে দেখা গেল কোচ রাহুলকে। ভারতীয় দলের স্ট্যান্ড ইন অধিনায়কের ব্যাটিংয়ের বেশকিছু ভুলভ্রান্তি শুধরে দেওয়ার দিকেই এখন জোর দিয়েছেন দ্রাবিড়।

দ্বিতীয় টেস্টে নামার আগে অবশ্য এ দিনের প্রস্তুতিতে নামেননি বিরাট কোহলি। বিশ্রাম নিয়েছেন তিনি। যদিও দলের বাকি সকল সদস্যই এদিন মাঠে নেমেছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও যে ভারতীয় দলে খুব একটা পরিবর্তন আসবে না তা বলাই বাহুল্য। এই টেস্টেও লোকেশ রাহুল ও শুভমন গিলকেই দেখা যাবে ওপেন করতে। বোলিংয়েও কুলদীপ, অক্ষরের মতো স্পিনারের ওপরই ভরসা রাখতে চলেছেন রাহুল দ্রাবিড়

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।