স্থানীয়

বোনাস না পাওয়ায় কোল্ড স্টোরেজ শ্রমিকদের অবস্থান বিক্ষোভ

এনএফবি,ধুপগুড়িঃ

পুজার মাত্র বাকী পাঁচ দিন কিন্ত এখনও বোনাস পেলনা কোল্ড স্টোরেজের শ্রমিকরা। ২৪ সেপ্টেম্বর ধুপগুড়িতে দ্বিপাক্ষিক সভা হলে এই বিষয়ে কোন ফয়সালা হয়নি। ফলে শ্রমিকদের বোনাস পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। পুজোর সামনে বোনাস না পেয়ে বিক্ষোভে শামিল হন কোল্ড স্টোরেজের শ্রমিক কর্মচারীরা।

আজ জলপাইগুড়ির তিস্তা , শ্রীরাম, বাহাদুর, গঙ্গা সহ সব কোল্ড স্টোরেজের শ্রমিকরা কাজের আগে কোল্ড স্টোরেজের সামনে বিক্ষোভ দেখান । তাদের দাবি আইন সম্মত ভাবে অতিদ্রুত সকল শ্রমিকদের বোনাস প্রদান করতে হবে। এক মহিলা শ্রমিক জানান, পুজোর আর মাত্র কয়েক দিন বাকি তবুও বোনাস দেওয়ার কোন কথা বলছেন না মালিকরা ৷ সারা বছর এত কম মজুরিতে কাজ করি অথচ বোনাস নিয়ে তাল বাহানা করছে মালিক। কোল্ড স্টোরেজ গুলিতে বিক্ষোভে নেতৃত্ব দেন সিআইটিইউ নেতা কৃষ্ণ সেন, নরেশ শর্মা, জিতেন রায়, গণেশ দাস, হীরেন রায় , সামিউল হক, অমিত দাস প্রমুখ।

নিজস্ব চিত্র