আয় বাড়লেও অস্থায়ী পুর কর্মীদের বেতন নিয়ে উদ্বেগ
এনএফবি, মালদাঃ
রোজগার বাড়লেও দেড় হাজারের বেশি অস্থায়ী কর্মীদের মাস মাইনে দেওয়াটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে ইংরেজবাজার পুরসভার কর্তৃপক্ষের কাছে। যদিও ২০২২-২৩ অর্থ বর্ষে ইংরেজবাজার পুরসভার আয় বেড়েছে প্রায় ১৩ কোটি টাকারও বেশি। সুতরাং ২০২৩-২৪ অর্থবর্ষে প্রায় ১৭৯ কোটি টাকার বাজেট অনুমোদন হয়েছে ইংরেজবাজার পুরসভায়। শনিবার ইংরেজবাজার পুরসভায় শাসক দল তৃণমূলের ২৬ জন কাউন্সিলরের উপস্থিতিতে পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়েছে। যাতে ২০২৩-২৪ অর্থ বর্ষে বাজেটে ধরা হয়েছে ১৬৮ কোটি ৯৭ লক্ষ ৪ হাজার ২৭২ টাকা। অর্থাৎ প্রায় ১৬৯ কোটি টাকা বলা যেতে পারে।
এ দিন ইংরেজবাজার পুরসভার মোট ২৯টি ওয়ার্ডের মধ্যে ২৬টি ওয়ার্ডের নির্বাচিত তৃণমূল দলের কাউন্সিলর উপস্থিত হয়েছিলেন বাজেট বৈঠকে। বাকি বিরোধী দলের তিন কাউন্সিলর এ দিনের বাজেট বৈঠকে উপস্থিত হন নি।
ইংরেজবাজার পুরসভা সূত্রে জানা গিয়েছে, ২০২২-২৩ অর্থবর্ষে ১৫৪ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছিল। এবছর প্রায় ১৬৯-এর কোটি টাকার বাজেট পেশ হয়েছে। যেখানে জঞ্জাল, নিকাশি ব্যবস্থা, বিভিন্ন এলাকার রাস্তা সংস্কার, পথবাতি, পরিশ্রুত পানীয় জল-সহ সার্বিক উন্নয়নের ক্ষেত্রে বিশেষ করে জোর দেওয়া হয়েছে। তবে গত তিন বছরের মধ্যে পুরসভার আয় অনেকটাই বেড়েছে। ২০২০-২১ অর্থে বর্ষে পুরসভার নিজস্ব আয় হয়েছিল ১৪ কোটি টাকা। এরপর ২০২১-২২ অর্থবর্ষে সংশ্লিষ্ট পুরসভার আয় গিয়ে দাড়ায় ১৭ কোটিতে। চলতি বছর পুরসভার রেকর্ড আয় বাড়াতে সক্ষম হয়েছে। এবছর আয় হয়েছে প্রায় ২৭ কোটি ৮৯ লক্ষ ৯ হাজার টাকা ।
ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, সংশ্লিষ্ট পুরসভায় প্রায় দেড় হাজার অস্থায়ী কর্মী রয়েছে। যাদের বেতন বাবদ প্রতি মাসে ৭৫ লক্ষ টাকা করে গুনতে হচ্ছে পুরসভাকে। এটি পুরসভার নিজস্ব ফান্ড থেকে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে পুরসভাকে আয় বৃদ্ধিতে জোর দিতে হয়েছে। যার ফলে এই বছর বিপুল পরিমাণ পুরসভার আয় হয়েছে।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।