ক্রীড়া

রসগোল্লা দিবসে বাংলা দলকে সংবর্ধনা

স্পোর্টস ডেস্ক, এনএফবিঃ

রসগোল্লা বাংলারই। জিআই পেয়ে বাংলার ঝুলিতে চলে এসেছে সেই স্বীকৃতি। আর রসগোল্লার সঙ্গে ফুটবলও বাংলার। আর রসগোল্লা দিবসের দিন এবছর জাতীয় গেমসে সোনা জয়ী বাংলার ফুটবল দলকে দল সংবর্ধনা দেওয়া হলো। বাগাবাজারের গৌরীমাতা উদ্যানের মাঠে। বাংলা দলের কোচ বিশ্বজিৎ ভট্টাচাৰ্য, ফুটবলাররা, আইএফএ সচিব অনির্বান দত্ত যেমন ছিলেন তেমনই ছিলেন রসগোল্লার জনক নবীন চন্দ্র দাসের নাতি ধীমান চন্দ্র সাহা, ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। ছিলেন প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন, এসেছিলেন চিত্রশিল্পী শুভাপ্রসন্ন।


এদিন শশী পাঁজা জানালেন, “ফুটবলও গোল আর রসগোল্লাও গোল আর দুটোই বাংলার সম্পদ। বাংলা দল জাতীয় গেমসে সোনা পেয়েছে সন্তোষ ট্রফিতেও পেয়েছে। আর রসগোল্লা তো বাংলারই বাংলার আবেগ রসগোল্লা ছিল আছে থাকবে সারা পৃথিবীর মন বাংলার রসগোল্লা জয় করেছে।“ আইএফএ সচিব অনির্বান দত্ত জানালেন, “বাংলা ফুটবল আর রসগোল্লা ছাড়া কিছু বোঝে না দুটোই বাংলার অহংকার।“ এদিন আইএফএ থেকে বলও দেওয়া হলো উদ্যোগতাদের। একইসঙ্গে ফুটবল আকারের কেক কাঁটা হলো যার ভেতর দিয়ে রসগোল্লা বেরোলো।