জেলা

[:en]ব্যবসা বন্ধের ডাক প্রত্যাহার করলো কোচবিহার ব্যবসায়ী সমিতি[:]

[:en]

এনএফবি, কোচবিহারঃ

কোচবিহার পুরসভা ও কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সংঘাতের অবসান। অবশেষে বনধ প্রত্যাহার করে নিল কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি। এ দিন কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির কার্যালয় এক সাংবাদিক বৈঠক করে বনধ প্রত্যাহারের কথা ঘোষণা করেন জেলা ব্যবসায়ী সমিতির সম্পাদক সুরোজ কুমার ঘোষ।

জানা গেছে, একাধিক দাবিকে সামনে রেখে বেশ কয়েকদিন ধরেই কোচবিহার পুরসভার সঙ্গে জেলা ব্যবসায়ী সমিতির মতবিরোধ সৃষ্টি হয়। পরে কোচবিহার পুরসভার একাধিক কাউন্সিলর জেলা ব্যবসায়ী সমিতির সঙ্গে যোগাযোগ করে এবং পরবর্তী সময়ে কোচবিহার পুরসভায় জেলা ব্যবসায়ী সমিতির সদস্যদের সাথে কোচবিহার পুরসভার এক গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজিত হয় এবং সেই বৈঠকের মধ্য দিয়ে ব্যবসায়ীদের তরফ থেকে পুরসভার কাছে পেশ করা দাবি গুলি পুরসভা কর্তৃপক্ষ সেগুলো মেনে নেয়। জমি হস্তান্তর, অত্যাধিক হারে ভাড়া বৃদ্ধি এবং একাধিক বাজার সংস্কার সব দাবি গুলি পুরসভা কর্তৃপক্ষ মেনে নেওয়ায় অবশেষে সেই বনধ থেকে সরে এলো জেলা ব্যবসায়ী সমিতি বলে জানা গেছে।

[:]