জেলাফিচার

মমতার ভ্রম সংশোধন করে রাজনৈতিক খোঁচা শুভেন্দুর

এনএফবি,ঝাড়গ্রামঃ

বিনপুর ২নম্বর ব্লকের বেলপাহাড়িতে হুল উৎসবে যোগ দিতে আসেন শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সারদা ইস্যু থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে একযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা।

মুখ্যমন্ত্রী অলচিকি ভাষার স্কুল চালু করেছেন বলে দাবি জানান। সেই প্রসঙ্গ তুলে কটাক্ষের সুরে এদিন বিরোধী দলনেতা বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বলেন অলচিকি ভাষা। আমি মুখ্যমন্ত্রীকে সংশোধন করে দিতে চাই, সাঁওতালি ভাষা। অলচিকি হল লিপি। তবে আদিবাসীদের ভাষাকে প্রথম মর্যাদা দিয়েছে বিজেপি। প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি সাঁওতালি ভাষাকে স্বীকৃতি দিয়েছেন।” বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২২-২৩ বাজেটে গোটা ভারতে আদিবাসী জনজাতির জন্য একলক্ষ আবাসিক স্কুল খোলার বরাদ্দ ঘোষণা করেছে বলেও জানান শুভেন্দু।

নিজস্ব চিত্র

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।