জেলাফিচার

দুয়ারে কাউন্সিলরের প্রতিশ্রুতি, অভিনব ভোট প্রচার বালুরঘাটে

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের তৃণমূল কংগ্রেস প্রার্থী অশোক কুমার মিত্র পেশায় ওষুধ ব্যবসায়ী। তাই করোনাকালে সাধারণ মানুষের অসহায়তার অবস্থা তিনি স্বচক্ষে দেখেছেন। আর সে কারণেই প্রচারে তার ওয়ার্ডের কোনো ভোটার কিংবা রাজনৈতিক কর্মীরা যেন করোনায় আক্রান্ত না হয় সেদিকে লক্ষ্য রেখে তিনি বিশেষ সর্তকতা নিয়েছেন। করোনা সংকটের কথা মাথায় রেখে তিনি দলবেঁধে প্রচারে না গিয়ে কর্মীদের সম্পূর্ণ করোনা বিধি মেনে ছোট ছোট দল করে প্রচারে পাঠাচ্ছেন। আর নিজের প্রচার চালাচ্ছেন এক দুই জন কর্মীদের নিয়ে কিংবা একা একাই। প্রার্থীকে তার ভোটারদের সাথে যেন বেশি সময় ব্যায় না করতে হয় সে দিক টি মাথায় রেখে তিনি এই সর্তকতা অবলম্বন করেছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ পুলিশ দিয়ে ভয় দেখিয়ে ভোট করানোর অভ্যাস,শাসক দলকে কটাক্ষ দিলীপের

শুধু একা একা প্রচারই নয় অশোক মিত্রর প্রতিশ্রুতির ঝুলিতে রয়েছে অভিনবত্ব। অশোক মিত্র তার ভোটারদের কাছে প্রচারের সময় তার ভিজিটিং কার্ড পৌঁছে দিচ্ছেন। অশোক বাবুর বক্তব্য যে, তিনি ভোটে জিতে এলে তার দেওয়া ভিজিটিং কার্ডের প্রদত্ত নম্বরে যেকোনো ভোটার যেকোনো সময়ে যোগাযোগ করলে তিনি তৎক্ষণাৎ পৌঁছে যাবেন। রাজ্য সরকারের চালু করা দুয়ারে সরকার, রেশনের আদলে তিনি দুয়ারে কাউন্সিলর কর্মসূচি চালু করতে চান। কাউন্সিলর হয়ে ভোটারদের দুয়ারে পৌঁছে যাওয়ার বার্তা নিয়েই জোর প্রচার চালাচ্ছেন বালুরঘাট ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী অশোক মিত্র।