জাতীয়ফিচার

কংগ্রেসে ফাটল! কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ আজাদের

এনএফবি ডেস্কঃ

দলের প্রবীণ নেতা গুলাম নবি আজাদকে জম্মু ও কাশ্মীরে কংগ্রেসের প্রচার কমিটির চেয়ারম্যান করেছিল দল। কিন্তু কংগ্রেস হাইকমান্ডের সেই প্রস্তাবকে ফিরিয়ে দিলেন প্রবীণ নেতা গুলাম নবি আজাদ। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করলেন কংগ্রেস নেতা। একইসঙ্গে জম্মু ও কাশ্মীরে কংগ্রেসের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির সদস্যও আর রইলেন না তিনি।

কংগ্রেসের এই অভিজ্ঞ নেতা দলের সর্বভারতীয় রাজনৈতিক কমিটির সদস্য। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ ছিলেন। কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদেও ছিলেন তিনি। কিন্তু নেতৃত্ব বদল এবং সাংগঠনিক বিষয় নিয়ে দলের সঙ্গে সাম্প্রতিক কালে দূরত্ব তৈরি হয় তাঁর। এমনকি কংগ্রেসের বিক্ষুব্ধ নেতাদের নিয়ে যে ‘জি-২৩’ গোষ্ঠী তৈরি হয়েছিল, তাতেও শামিল ছিলেন। দলে সাংগঠনিক রদবদলের জন্য চিঠিও দিয়েছিলেন সনিয়া গান্ধীকে।  তার মধ্যেই জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক কমিটিতে শামিল করা হয়। কিন্তু সূত্রের খবর, দলের এই সিদ্ধান্তে গুরুত্ব কমে গিয়েছে বলেই মনে হয় আজাদের। তাই ইস্তফা দেন তিনি। তাঁর পদত্যাগে কংগ্রেসের অস্বস্তি বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।