অষ্টমীর স্নান উপলক্ষে ভীড় বীরকিটি নদীতে
এনএফবি, আলিপুরদুয়ারঃ
অষ্টমীর স্নানে মজলো ফালাকাটা ব্লকের বিভিন্ন এলাকার পুণ্যার্থীরা। সংশ্লিষ্ট ব্লকের জটেশ্বর এলাকার বীরকিটি নদীর অষ্টমীর স্নানের ঘাটে সকাল থেকে পুণ্যার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মত। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বরে সন্ন্যাসী তলায় বাসন্তী পুজোর পাশাপাশি অন্নপূর্ণা পুজোরও আয়োজন হয়। বুধবার সকালে বীরকিটি নদীতে অষ্টমীর স্নানে উপচে পড়ে ভিড়। জানা গিয়েছে, এদিন সকাল থেকে পুণ্যার্থীরা ভিড় জমাতে শুরু করেন জটেশ্বর সন্ন্যাসী তলা পূজা মন্ডপ প্রাঙ্গণে। সকাল থেকেই জিলিপি, মিষ্টি, বেলুন, দই, চিঁড়ে সহ নানা পসরা নিয়ে হাজির হয়েছেন দোকানদার। জানা গিয়েছে, ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে বহু পুণ্যার্থীরা এখানে ভিড় জমান। স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘ বহু বছর ধরে এই এলাকার স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এই বাসন্তী পুজো হয়ে আসছে। তবে এবছর পাড়া মহিলাদের উদ্যোগে এই পুজোর আয়োজন করা হয়েছে। ষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত ধুমধাম করে চলে মায়ের আরাধনা। নবমীর সন্ধ্যা বেলায় ঢাক-ঢোল সহকারে বাসন্তী মায়ের আরতি দেখতে ভিড় জমান বিভিন্ন প্রান্তের বহু মানুষ।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।