আইপিএল টেবিলের মগডালে ধোনির দল, অষ্টমে কেকেআর
এনএফবি, স্পোর্টস ডেস্কঃ
ফের হারের মুখ দেখল কলকাতা নাইট রাইডার্স। রবিবার ইডেনে বাজিমাত করলেন মহেন্দ্র সিং ধোনিরা। প্রথমে বল করতে নেমে বড়লোকের বাউন্ডুলে ছেলের মতো রান খরচ করলেন কেকেআর বোলাররা। ব্যাট করতে নেমে ঠিক তেমনই পরস্পর উইকেট হারাল নাইটরা। এই সুবাদে ২৩৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৮৬তেই শেষ হয়ে গেল বেগুনি ব্রিগেড।

সিএসকের বিরুদ্ধে সুজস শর্মা ছাড়া নাইটদের কোনও বোলারই বিশেষ ভাল পারফরম্যান্স করতে পারেননি। সিএসকের বিরুদ্ধে দুটি উইকেট নিলেন কেজড়োলিয়া। একটি করে উইকেট নিলেন বরুণ চক্রবর্তী ও সুজস। এই দিন নাইটদের হয়ে দুরন্ত বোলিং করলেন সুজস। তিনি ৪ ওভারে ২৯ রান না দিলে আরও বড় টার্গেটে ব্যাট করতে হত কেকেআরকে। এ দিন দুরন্ত ব্যাটিং করলেন ডেভন কনওয়ে, শিবম দুবে ও অজিঙ্ক রাহানে। ৪০বলে ৫৬ রান করলেন কনওয়ে, ২৯বলে ৭১রানের ইনিংস খেললেন দুবে ও ২১বলে ৫০রানের ইনিংস খেলেন রাহানে। এই সুবাদে নির্ধারিত ওভারের শেষে ৪উইকেটের বিনিময় ২৩৫ রান করে চেন্নাই সুপার কিংস।

জবাবে ব্যাট করতে নেমে ব্যর্থ হয়ে মাঠ ছাড়েন নারায়ণ জগদীশন ও সুনীল নারিন। পরিস্থিতি অনুযায়ী বেশ খানিকটা বল নষ্ট করেন নীতিশ রানা ও ভেঙ্কটেশ আইয়ার। ২০বলে ২৭ করেন নীতিশ ও ভেঙ্কটেশ করেন ২০বলে ২০রান। এরপর ঝোড়ো ইনিংস খেলেন জেসন রয় ও রিঙ্কু সিং। ২৬বলে ৬১রান করেন জেসন অন্যদিকে ৩৩বলে ৫৩* করেন রিঙ্কু। ঘরের মাঠে ব্যর্থ হন আন্দ্রে রাসেলও। ৬বলে ৯ রান করেন তিনি। এই সুবাদে বড় রানের ব্যবধানে হারতে হল কলকাতাকে। এই দিন হারের ফলে আইপিএল টেবলের মগডালে উঠল ধোনির দল। অপরদিকে অষ্টম স্থানে রইল কেকেআর।
