জমি চেয়ে রাজ্যকে চিঠি দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

কলকাতায় আরও একটি ভবন নির্মানের পরিকল্পনা দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের। বর্তমানে কলকাতায় অবস্থিত দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ ভবনে ঘরের সংখ্যা ১০টি, যার মধ্যে ২টি ঘর সংরক্ষিত। প্রান্তিক দক্ষিণ দিনাজপুর জেলার মানুষরা কোন জরুরি প্রয়োজনে বিশেষত, চিকিৎসার প্রয়োজনে কলকাতায় গেলে যে ঘরগুলিতে আশ্রয় নিয়ে থাকে। কিন্তু সাধারণ মানুষদের প্রয়োজনের তুলনায় দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের ভবনের ঘরের সংখ্যা কম হওয়ায় জেলার অনেক মানুষকে রাত্রিবাসের জন্য অন্যত্র যেতে হয়।

সাধারণ মানুষদের চাহিদার কথা মাথায় রেখে এবার কলকাতায় আরও একটি জেলা পরিষদ ভবন নির্মাণের লক্ষ্যে রাজারহাটে জমি চেয়ে রাজ্য সরকারের কাছে চিঠি পাঠিয়ে আবেদন জানাল জেলা পরিষদ।

জানা গেছে, জমি পেলে সেখানে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ ভবনের অনুরূপ আরও একটি ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মফিজুদ্দিন মিঞা জানিয়েছেন, হিলিতে থাকা জেলা পরিষদের ট্রাক টার্মিনাস পরিবহন দফতরের হাতে হস্তান্তর করার পর জেলা পরিষদের নিজস্ব ফান্ডের আয় কমেছে। একইসঙ্গে তিনি জানিয়েছেন, কলকাতায় জেলা পরিষদ ভবন নির্মিত হলে সেখান থেকে নিজস্ব ফান্ডে যেমন একদিকে আয় বাড়বে তেমনি অন্যদিকে কর্মসংস্থানও হবে।

দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় জানিয়েছেন, কলকাতায় জমি চেয়ে চিঠি পাঠিয়ে মুখ্যমন্ত্রী-সহ পুর ও নগর উন্নয়ন মন্ত্রীর দফতরে জানানো হয়েছে। তিনি আরও বলেন, জমি পেলে এবং সেখানে ভবন নির্মাণ হলে জেলার সাধারণ মানুষরা উপকৃত হবে।

জেলা পরিষদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে জেলা সাধারণ নাগরিক।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।