ক্রীড়া

ইস্টবেঙ্গলকে তোপ দেবাশিসের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

১৬ আগস্ট বাংলা ফুটবলের কালো দিন। এই দিনেই ১৬ জন সমর্থক বড় ম্যাচে প্রাণ হারান। সেই কারণে ফুটবল প্রেমী দিবস হিসেবে দিনটাকে পালন করা হয়। এবার ১৬ আগস্ট ডুরান্ড কাপ দিয়ে ফুটবল মরশুম শুরু করার কথা ইস্টবেঙ্গল ও মোহনবাগানের। কিন্তু ইস্টবেঙ্গল বেঁকে বসেছে, তাঁদের দলগঠন হয়নি। সেই কারণে ডার্বি ম্যাচ দিয়ে তারা মরশুম শুরু করতে চায় না। এই বিষয়ে চিরপ্রতিপক্ষ ইস্টবেঙ্গলকে কটাক্ষ করলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। এদিন মোহনবাগান দিবসে তিনি জানালেন,” সবার আগে বড় ক্লাবের স্ট্যাকচার ঠিক করতে হবে। তিন মাস আগে যখন ডুরান্ড কর্তাদের সঙ্গে ক্রীড়ামন্ত্রীর ঘরে আমাদের প্রথমে বৈঠক হলো আমার প্রথমে আপত্তি ছিল এমন খারাপ দিনে কেন ডার্বি দিয়ে মরশুম শুরু হবে! তখন ক্রীড়ামন্ত্রী বললেন একটা চমক উন্মাদনা তৈরী হবে। তাছাড়া মুখ্যমন্ত্রী আসতে পারেন সেদিন। তখন ওরা (ইস্টবেঙ্গল )না করলো না। এখন বলছে আমাদের দল তৈরী হয়নি আমরা ২২ খেলব ২৪ খেলবো ১৬ তারিখ মোহনবাগান ম্যাচ খেলব। ওদের বারবার ইনভেস্টর চলে যাবে তার দায় আমরা নেবো নাকি! ওদের স্টাকচারই ঠিক নেই। আমাদের এটিকে নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু আমরা অনেক কর্পোরেট। তিন বছর ধরে সবকিছু ঠিক ভাবে চলছে ভালো প্লেয়ার ভালো দল । এতদিন করোনার জন্য ক্লাবে অনুশীলন হয়নি বলেছিলাম। ২৯ জুলাই মোহনবাগান দিবসে অনুশীলন শুরু হবে সেটা হল। এবার ক্লাবে অনুশীলন হবে ফ্লাডলাইটে। আমাদের কোচ জুয়ান এসে হাসছে, বলছে এমন হতে পারে নাকি ভারতীয় ফুটবলে আমরা ১৬ আগস্ট প্রথম ম্যাচ ধরে এগোচ্ছি এখন শুনছি সূচি পরিবর্তন হবে ও অবাক।” এদিন সকাল থেকে মোহনবাগান দিবসে ক্লাব নববধূর মতো সেজে উঠেছে। ক্লাবে এলেন এবার মোহনবাগান রত্ন পাওয়া শ্যাম থাপা। সকালে এটিকে মোহনবাগানের প্রাকটিস শেষে দুপুরে প্রাক্তনদের ফুটবল ম্যাচ হয়।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।