গায়ত্রী দেবী মহাবিদ্যালয় পুননির্মাণের সিদ্ধান্ত
এনএফবি, কোচবিহারঃ
২০১৭ সালে ভেঙে পড়া মহারানী গায়ত্রী দেবী মহাবিদ্যালয়কে নতুন করে গড়ে তোলা হবে। সিদ্ধান্ত নিল কোচবিহার পুরসভা ও হেরিটেজ কমিটি।
শনিবার কোচবিহার পুরসভার চেয়ারম্যান ও হেরিটেজ কমিটির সদস্য রবীন্দ্রনাথ ঘোষ, সাংবাদিক বৈঠকে একথা জানান। তিনি বলেন ২০১৭ সালে ঝড়ে ভেঙে যায় মহাবিদ্যালয়টি। এবার সেটিকে চারতল বিশিষ্ট বিল্ডিংয়ে তৈরি করা হবে। যার দ্বিতীয় তলে আর্ট গ্যালারি, তৃতীয় তলে নাট্যচর্চা কেন্দ্র, ও চতুর্থ তলে থাকবে একটি অডিটোরিয়াম। যা নিয়ে ইতিমধ্যেই কোচবিহার পুরসভা ও হেরিটেজ কমিটির একটি বৈঠক হয়।
পাশাপাশি তিনি জানান, ভেঙে পড়া বিল্ডিংটি ২৫ ফুট জায়গা জুড়ে আছে। নতুন বিল্ডিংয়ের জন্য আরও ২৫ ফুট জমি দরকার । সেই জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।