উৎসব আয়োজন

কোলাঘাটের জৈন মন্দিরে ঐতিহ্য মেনে দেবী পদ্মাবতীর বিসর্জন

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

কোলাঘাটে জৈন মন্দিরে নবরাত্রি উপলক্ষ্যে আজ দশমীতে দেবী পদ্মাবতীকে বিসর্জন দেওয়া হল সিঁদুর খেলার মধ্য দিয়ে। কোলাঘাট জৈন সমাজের পক্ষ থেকে গত ৩০ বছর ধরে কোলাঘাটে হয়ে আসছে এই দেবী পদ্মাবতীর পুজো তার সাথে নবরাত্রি পালন। আজ সোমবার পুজোর সমাপ্তি হল।

গত দশ দিন ধরে কঠোর নিয়মব্রত পালন করেছেন পুজোয় অংশগ্রহণকারী মহিলারা। আজ বিজয়া দশমীতে একে অপরকে সিঁদুর মাখিয়ে রঙীন করে দেয়, এরপর দেবীকে বিসর্জন দেওয়া হয় নদীতে। এই রীতিনীতি মেনেই প্রতিবছর জৈন সম্প্রদায়ের পক্ষ থেকে দেবী পদ্মাবতীর পুজো অর্চনা চলে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে অবস্থিত একমাত্র জৈন মন্দিরে।

ঐতিহ্যবাহী সিঁদুর খেলা ৷ নিজস্ব চিত্র