ফিচারস্থানীয়

বংশিহারি ব্লকে লোকালয়ে হরিণ

এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ

দক্ষিণ দিনাজপুরের বংশিহারি ব্লকের এলাহাবাদে সাতসকালে আকস্মিক ভাবে দেখা মিললো হরিণের । দিনভর হরিণটিকে ধরতে কার্যত কাল ঘুম ছুটল বন দফতরের কর্মীদের।

স্থানীয় সূত্রে জানা যায় রবিবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার বংশিহারি ব্লকের তিন নম্বর এলাহাবাদ অঞ্চলের সাধুহার গ্রামে একটি ঝোপে বাসিন্দা অখিল বর্মণ প্রথম হরিণটিকে দেখতে পান। এরপর মুহুর্তের মধ্যে হরিণ দেখতে এলাকার মানুষজন ভিড় জমান। ভয় পেয়ে পালিয়ে একটি বাড়িতে ঢোকার চেষ্টা করে হরিণটি। ততক্ষণে বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বন দফতরের কর্মীরা। যদিও হরিণটিকে ধরতে পারেনি বন দফতরের কর্মীরা । হরিণটিকে ধরার চেষ্টা করলে দ্রুত গতিতে ছুটতে থাকে হরিণটি। এরপর বংশিহারি ব্লকের এলাহাবাদ অঞ্চল থেকে কুশমন্ডি ব্লকের দিকে মেঠোপথে ছুটে পালিয়ে যায় হরিণটি । দিনভর প্রচুর চেষ্টা করেও হরিণটিকে ধরতে সক্ষম হয়নি বন দফতরের কর্মীরা।

রবিবার এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

অখিল বর্মণ , প্রত্যক্ষদর্শী ৷ নিজস্ব চিত্র