উদ্ধারকৃত বোমার নিস্ক্রিয়করণ সালারে

এনএফবি,মুর্শিদাবাদঃ

সালার থানার অন্তর্গত উজুনিয়া থেকে উদ্ধার হওয়া ১৫ টি তাজা বোমা শনিবার সকালে সালার ক্যানেল পাড়ে নিস্ক্রিয় করল জেলা বোম্ব ডিস্পোজাল স্কোয়ার্ডের সদস্যবৃন্দ।

শুক্রবার রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে সালার থানার পুলিশ উজুনিয়া গ্রামের চামড়াই পুকুর পাড় থেকে বোমাগুলি উদ্ধার করে। কে বা কারা কি উদ্দেশ্যে বোমা মজুত করেছিল তার তদন্ত শুরু করেছে সালার থানার পুলিশ। তবে বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ৷