সকাল থেকেই ঘন কুয়াশা

এনএফবি, আলিপুরদুয়ারঃ

ঘন কুয়াশার চাদরে ঢাকল ফালাকাটা ব্লকের সব প্রান্ত।মঙ্গলবার সকাল থেকেই কুয়াশার পাশাপাশি কনকনে ঠাণ্ডা অনুভূত হয়েছে গোটা ব্লক জুড়ে। ঘন কুয়াশা দেখে শীতের আমেজ জাঁকিয়ে বসেছে ফালাকাটাবাসীর মনে। রাস্তায় কুয়াশার কারনে যানবাহন অন্যদিনের তুলনায় অনেকটা কম ছিল।

সকালবেলায় যারা বিভিন্ন কাজের তাগিদে বাড়ির বাইরে বেড়িয়েছেন, তাদের চায়ের দোকানে গরম চায়ে চুমুক দিতে দেখা গিয়েছে। তবে অন্যান্য বছরের তুলনায় কুয়াশা থাকলেও শীত কিন্তু তেমন নেই বলে জানিয়েছেন পথচারীরা।

নিউটাউন দুর্ঘটনায় ঘাতক গাড়ি আটক – NF Bangla Private Limited (newsfrontbangla.com)

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।