স্বচ্ছ তালিকা প্রকাশের দাবিতে ডেপুটেশন

এনএফবি, মুর্শিদাবাদঃ

বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিডিওকে ডেপুটেশন কংগ্রেসের। মঙ্গলবার দুপুরে বহরমপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আবাস যোজনার ঘর প্রাপকদের স্বচ্ছ তালিকা প্রকাশের দাবিতে বহরমপুর বিডিওকে ডেপুটেশন জমা দেন। এ দিন কংগ্রেসের নেতা কর্মীরা বহরমপুর পঞ্চাননতলা মোড় সংলগ্ন এলাকায় অবস্থান বিক্ষোভে সামিল হন। তারপর বহরমপুর ব্লকের অতিরিক্ত ব্লক আধিকারিক মহম্মদ আলী রুমিকে ডেপুটেশন জমা দেন।

ব্লক কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, এরপরেও যদি স্বচ্ছ তালিকা প্রকাশ না হয় তাহলে তারা বড়সড় আন্দোলনে সামিল হবেন।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।