জেলা

প্রতিবন্ধী সংগ্রাম সমিতির ডেপুটেশন

এনএফবি,কোচবিহারঃ

মাসিক ভাতার পরিমাণ বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে জেলা শাসকের দপ্তরে দুটি ডেপুটেশন দিলেন উত্তরবঙ্গ প্রতিবন্ধী সংগ্রাম সমিতি। এদিন কোচবিহারের সাগরদিঘি পারে অবস্থিত জেলাশাসকের দপ্তরের সামনে হাতে ফ্ল্যাগ ফেস্টুন নিয়ে অবস্থান বিক্ষোভে শামিল হন সিটিজেন ফোরাম ফর পিডব্লিউডিএর সদস্যরা। এই ডেপুটেশন জেলা শাসকের মাধ্যমে কেন্দ্রীয় সরকার, রাষ্ট্রপতি সহ রাজ্য সরকারের কাছে পৌঁছে দিতে চান। এদিনের এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ প্রতিবন্ধী সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক সহ সমিতির বাকি আধিকারিকেরা।
তাদের দাবি গুলি হল, বেকার প্রতিবন্ধীদের প্রতিমাসে ভাতার পরিমাণ ৫ হাজার টাকা করতে হবে, সকল সরকারি দপ্তরে দৃষ্টিহীনদের সুবিধার্থে রেল পদ্ধতিতে নামাঙ্কিত করতে হবে, প্রতিবন্ধীদের ব্যবহার্য সামগ্রীর সকল সামগ্রীর ওপর থেকে জিএসটি প্রত্যাহার করতে হবে, জন প্রতিনিধিদের সংরক্ষণ দিতে হবে।

এদিনের এই ডেপুটেশন প্রসঙ্গে উত্তরবঙ্গ প্রতিবন্ধী সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক বিপদ তারণ দাস বলেন, “বেকার প্রতিবন্ধীদের প্রতিমাসে ভাতার পরিমাণ বৃদ্ধি, সকল সরকারি দপ্তরে দৃষ্টিহীনদের সুবিধার্থে রেল পদ্ধতিতে নামাঙ্কিত করা, প্রতিবন্ধীদের ব্যবহার্য সকল সামগ্রীর ওপর থেকে জিএসটি প্রত্যাহার করা, জন প্রতিনিধিদের সংরক্ষণ দেওয়া সহ একাধিক দাবিতে জেলা শাসকের দপ্তর থেকে কেন্দ্রীয় সরকার, রাষ্ট্রপতি সহ রাজ্য সরকারের কাছে দুটি ডেপুটেশন পাঠানো হবে।”