ক্রীড়া

লড়াই করেও ঘানার বিরুদ্ধে পরাস্ত দক্ষিণ কোরিয়া

স্পোর্টস ডেস্ক, এনএফবিঃ

কাতার বিশ্বকাপের অন্যতম হাড্ডাহাড্ডি ম্যাচের সাক্ষী থাকলো দক্ষিণ কোরিয়া আর ঘানা ম্যাচ। তবে লড়াই করে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া আফ্রিকার ঘানার কাছে হারলো ৩-২ ব্যবধানে। এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণ নির্ভর ফুটবল হয়। ম্যাচের ২৪ গোল করে ঘানাকে এগিয়ে দিলেন সালিসু। মিনিট দশ এরপর আবার গোল ঘানার। গোল করলেন কুদুস। মূলত ঘানার ফুটবলারদের শরীরিক শক্তির কাছে পরাস্ত হচ্ছিলো এশিয়ার দক্ষিণ কোরিয়া।

গোলের সুযোগ তৈরী করেও গোল করতে ব্যর্থ তারা। তবে দ্বিতীয়ার্ধে খেলা ঘুরিয়ে দিল দক্ষিণ কোরিয়া। ৫৮ আর ৬১ মিনিটে দুটো গোল করে সমতা ফেরায় তারা। প্রথম গোল ফরওয়ার্ড চো গুই সং। প্রথমটা লির সেন্টার থেকে। দ্বিতীয়টা কিমের ক্রস থেকে। দুটো হেড রকেট গতিতে ভেঙে দিল ঘানার প্রতিরোধ। তবে বেশিক্ষণ চাপ ধরে রাখতে পারেনি তারা।ডিফেন্সের ভুলে ৬৮ মিনিটে গোল হজম করল দক্ষিণ কোরিয়া। বা পায়ের শটে নিজের দ্বিতীয় গোল পেয়ে গেলেন মহম্মদ কুদুস। তবে এরপরেও লড়াই চালিয়ে গিয়েছিল দক্ষিণ কোরিয়া। লি র ফ্রিকিক বাঁচিয়ে দিলেন ঘানার গোলরক্ষক। শেষ পর্যন্ত হেরে কাতার থেকে একপ্রকার বিদায় দক্ষিণ কোরিয়ার। গ্রুপের শেষ ম্যাচে শক্তিশালী পর্তুগালের বিরুদ্ধে।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।