উৎসব আয়োজন

গঙ্গারামপুরে উরস উৎসব উপলক্ষ্যে ভক্তদের ঢল

এনএফবি,গঙ্গারামপুরঃ

প্রতিবারের ন্যায় এবারেও অনুষ্ঠিত হলো গঙ্গারামপুর ধলদিঘি জিন্দাপির সৈয়দ করম আলি শাহ টাটশাহি ফকিরের উরস উৎসব।মঙ্গলবার উরস উৎসব উপলক্ষ্যে ভক্তদের ঢল নামে এলাকায়।বসেছে মেলা যা চলবে আগামী ১৫দিন পর্যন্ত।

প্রসঙ্গত কথিত আছে,সৈয়দ করম এক ইসলামিক ধর্ম প্রচারক।বখতিয়ার খিলজি কর্তৃক দখলকৃত দেবীকোট বৌদ্ধ বিহারে আস্তনা গাড়েন তিনি। তাঁর প্রভাবে স্থানীয় মানুষ ইসলাম ধর্মমত গ্রহণ করেন।পরবর্তীতে তিনি জিন্দাপির নামে মর্যাদা পান।সৈয়দ করম আলি শাহ টাটশাহি ফকির বিয়ে করেছিলেন হিন্দু সম্প্রদায়ের পদ্মমণি ঠাকুরানী দেবীকে।শোনা যায়,সারাবছর আস্তানা থেকে বের হতেন না টাটশাহি ফকির।২৫ মাঘ ভোরে তিনি আস্তানা থেকে বেরিয়ে ধলদিঘিতে স্নান করতেন। স্নান শেষে চটের জামাকাপড় পরে আবার এক বছরের জন্য আস্তানায় প্রবেশ করতেন। তিনি দেহ রাখার পর ধলদিঘির পাড়েই তাঁকে সমাধিস্থ করা হয়। যেহেতু ২৫শে মাঘ তিনি আস্তানা থেকে বেরিয়ে স্নান সারতেন,তাই প্রতিবছর এই দিনটিতে উরস উৎসব পালন করা হয়।সৈয়দ করম আলি শাহ টাটশাহি ফকিরের স্ত্রী পদ্মমণি ঠাকুরানী দেহ রাখলে আলি শাহ ফকিরের মাজারের পাশেই তাঁকে সমাধিস্থ করা হয়। তাই প্রতিবছর ২৫শে মাঘ একই দিনে হরিনাম সংকীর্তনে মাতেন হিন্দুরা। প্রতিবছর উরস উৎসবে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ মাজারে পোলাও,মুড়কি,বাতাসা নিবেদন করেন।প্রতিবারের ন্যায় এবারেও মঙ্গলবার অনুষ্ঠিত হলো উরস উৎসব।এদিন উরস উৎসব উপলক্ষ্যে ভক্তদের ঢল নামে।