ফিচারস্থানীয়

ফের জল্পেশ মন্দিরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পুণ্যার্থীরা

এনএফবি, কোচবিহারঃ

ফের জল্পেশ মন্দিরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল পুণ্যার্থীদের একটি গাড়ি। ওই গাড়িতে মোট ১২ জন পুণ্যার্থী ছিল। তাঁদের মধ্যে ৫ জন গুরুতর ভাবে আহত হয়েছে বলে জানা যায়। আহতরা কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ শহরের একাধিক নার্সিং হোমে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা সকলেই দিনহাটার বাসিন্দা বলে জানা গিয়েছে। ওই ঘটনায় দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, ছয় চাকার একটি ট্রাকে করে বেশ কয়েকজন কোচবিহারের নাজিরহাট শালমারা থেকে জল্পেশ মন্দিরের উদ্দ্যেশ্যে রওনা দিয়েছিল বলে জানান। তারপর ওই দুর্ঘটনা ঘটে রবিবার আনুমানিক রাত ২ টা নাগাদ মাথাভাঙ্গা-চ্যাংড়াবান্ধা রাজ্য সড়কের জামালদহে।

নিজস্ব চিত্র

উল্লেখ্য, গত রবিবার জল্পেশ মন্দিরে যাওয়ার পথে চ্যাংরাবান্ধায় গাড়িতে সর্ট সার্কিট হয়ে ১০ জন পুণ্যার্থীর মৃত্যু হয়। গোটা ঘটনায় রাজ্য জূড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপরেই পুলিশ প্রশাসন বেশ কিছু নিশেধাজ্ঞা জারি করে নজরদারি বাড়িয়ে দেয়। তারপরও গত কাল ফের পুণ্যার্থীদের দুর্ঘটনায় পড়ায় উদ্বিগ্ন পুলিশ প্রশাসন।