Warning: Constant WP_MEMORY_LIMIT already defined in /home/u926773962/domains/newsfrontbangla.com/public_html/wp-config.php on line 100
পাঁশকুড়ার দ্বিতীয় তারাপীঠ মন্দিরে গ্রামবাসীদের ধর্না, উত্তেজনা - NF Bangla Private Limited

পাঁশকুড়ার দ্বিতীয় তারাপীঠ মন্দিরে গ্রামবাসীদের ধর্না, উত্তেজনা

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

পাঁশকুড়ার তারাপীঠ মন্দির চত্বরে প্রবল উত্তেজনা দেখা গেল ৷ গ্রামবাসীরা মন্দির বন্ধ করার এবং তা পুনরায় খোলার পর সমাধান সূত্রর খোঁজে মন্দির চত্বরে ধর্না দেয় । পাঁশকুড়া চকগোপাল গ্রামের গ্রাম্য বিবাদের জেরে বন্ধ হয়ে গিয়ে ছিল দ্বিতীয় তারাপীঠ মন্দির।

গত ২৮ জুলাই মঙ্গলবার মন্দির খোলার পর আজ গ্রামবাসীরা তারাপীঠ মন্দির বন্ধ এবং গ্রামবাসীদের গ্রাম্য বিবাদ সমাধানের দাবিতে মন্দির চত্বরে বিক্ষোভ দেখায় । মন্দির যাওয়ার রাস্তা ঘিরে দেওয়ার অভিযোগ তোলা হয় গ্রামবাসীদের বিরুদ্ধে। পাঁশকুড়া থানার পুলিশ এলে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে চলে যায়। এই মুহূর্তে চরম বিশৃংখলাময় অবস্থা তারাপীঠ মন্দির চত্বরে ।

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।