গুজরাটকে হারিয়ে ফাইনালে ওঠার রেকর্ড ধোনির চেন্নাইয়ের

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

চিপক কখনও মহেন্দ্র সিং ধোনিকে খালি হাতে ফেরায়নি। সেই ট্রেন্ড অব্যহত থাকল। ব্যাট হাতে হতাশ করলেও, নেতৃত্বে আবার মুগ্ধ করলেন ‘থালা’। ভিন্টেজ ধোনির মস্তিষ্কে গুজরাট টাইটান্সকে ১৫ রানে হারিয়ে আইপিএলের ফাইনাল চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করে ৭ উইকেটের বিনিময়ে ১৭২ রান করে চেন্নাই। জবাবে শেষ বলে ১৫৭ রানে অলআউট গুজরাট। পঞ্চমবার আইপিএল জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে ছোঁয়ার হাতছানি ধোনিদের সামনে। আইপিএলের ইতিহাসে একমাত্র রোহিতরাই পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। চারবার জিতেছে চেন্নাই। এবার নজিরের দোরগোড়ায় ধোনির দল। আগের বছর ন’নম্বরে শেষ করেছিল চেন্নাই। সেখান থেকে এবার সরাসরি ফাইনালে। তাও আবার দশমবার। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *